বান্দরবান বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।



কর্মসূচির শুরুতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকীর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।



পরবর্তীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।



আলোচনা সভাটি সঞ্চালনা করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার টি. এ. এম. ওমর ফারুক। সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মো. খোরশেদ আলী, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জনাব মো. জাহিদুল ইসলামসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।



আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন, গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মামুনুর রশীদ, বিবিএ বিভাগের টি. টি. ওয়াই মারমা, গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের কিকি ওয়াই মারমা এবং হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের হ্লাখাইনু মারমা। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয় দিবসের তাৎপর্য এবং একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ সমাজের দায়িত্ব নিয়ে তাঁদের বক্তব্য তুলে ধরেন।



সভায় সভাপতির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর ১৬ই ডিসেম্বরের ঐতিহাসিক তাৎপর্য গভীরভাবে তুলে ধরেন। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশ থেকে দুর্নীতি দূর করে একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনে সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।



অনুষ্ঠানটি মহান বিজয় দিবসের চেতনায় অংশগ্রহণকারীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Recent News