বার আউলিয়া ডিগ্রী কলেজের শিক্ষকবৃন্দের বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন

বার আউলিয়া ডিগ্রী কলেজের শিক্ষকবৃন্দের বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন

বার আউলিয়া ডিগ্রী কলেজের শিক্ষকবৃন্দের বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন



বার আউলিয়া ডিগ্রী কলেজ, সাতকানিয়ার সম্মানিত শিক্ষকবৃন্দ বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন। তাঁদের আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য জনাব এম. আবদুর রহিম,

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মো. খোরশেদ আলী,

পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জনাব মো. জাহিদুল ইসলাম,

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকবৃন্দ।



বার আউলিয়া ডিগ্রী কলেজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মো. নজরুল ইসলাম,

সভাপতি জনাব অধ্যাপক শফিকুল ইসলাম,

প্রাক্তন অধ্যক্ষ জনাব বীরেন্দ্র দেবনাথ,

এবং কলেজের আরও সম্মানিত শিক্ষকবৃন্দ।



মতবিনিময় সভায় উচ্চশিক্ষার উন্নয়ন, ভবিষ্যৎ একাডেমিক কার্যক্রম, গবেষণা সুযোগ এবং আন্তঃপ্রতিষ্ঠান সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে দক্ষিণ চট্টগ্রামের একটি দ্রুত বিকাশমান ও সম্ভাবনাময় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেন।



অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পার্বত্য সংস্কৃতির বৈচিত্র্যময় সৌন্দর্য তুলে ধরেন।

Recent News