News
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যানের বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যানের বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শন।
আজ ১৪ নভেম্বর ২০২৫, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শেখ ছালেহ্ আহাম্মদ ও তাঁর সহধর্মিনী বান্দরবান বিশ্ববিদ্যালয় এর স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও ছাত্রকল্যাণ কর্মকর্তা জনাব নোবেল বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা জনাব কিউ মং প্রু এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মানিত প্রতিনিধিগণ।
পরিদর্শন শেষে ভাইস চেয়ারম্যান মহোদয় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতি, শিক্ষা পরিবেশ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা এবং পরামর্শ প্রদান করেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন।
এই গুরুত্বপূর্ণ সফর আমাদের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে নতুন প্রেরণা যোগ করবে।


Bandarban University