News
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে বিবিএ ও এইচটিএম বিভাগের উদ্যোগে "ART & SOUL: A Letter to Our Future Self " শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে বিবিএ ও এইচটিএম বিভাগের উদ্যোগে "ART & SOUL: A Letter to Our Future Self " শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
বান্দরবান বিশ্ববিদ্যালয় এর স্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবনে ২৯ নভেম্বর ২০২৫ তারিখে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-এর বিবিএ ও এইচটিএম বিভাগের যৌথ উদ্যোগে “ART & SOUL: A Letter to Our Future Self” শীর্ষক অনুপ্রেরণামূলক আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও ইনডোর গেমস ইভেন্ট সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মোঃ মুহিবউল্ল্যাহ ছিদ্দিকী। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ-পরিকল্পনা, আত্ম-অন্বেষণ, মূল্যবোধ চর্চা ও ইতিবাচক জীবনদৃষ্টির গুরুত্ব নিয়ে গভীর বিশ্লেষণমূলক আলোচনা করেন। তিনি বলেন,
“নিজের ভবিষ্যৎকে উদ্দেশ্য করে চিঠি লেখা শুধু একটি সৃজনশীল চর্চা নয়, বরং আত্মউন্নয়ন ও লক্ষ্য নির্ধারণের একটি কার্যকর মাধ্যম।”
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট এর সদস্য সচিব ড. মোহাম্মদ নুরুল আবছার, ট্রাস্ট সদস্য ডা: অং চালু, ট্রাস্ট সদস্য এম. আবদুর রহিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব মোঃ খোরশেদ আলী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো: জাহিদুল ইসলাম, বিবিএ ডিপার্টমেন্টর কো- অর্ডিনেটর চিংচি প্রু সুকি, এইচটিএম ডিপার্টমেন্টর কো- অর্ডিনেটর উম্মে শিয়ামী শাহতাজ, এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভার বিকাশ ঘটাতে সাংস্কৃতিক পরিবেশনা, পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির উদ্দেশ্যে ইনডোর গেমস ইভেন্ট অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে উৎসাহিত করা, আত্মমূল্যায়ন ও ব্যক্তিগত উন্নয়নের মানসিকতা গঠন করা এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি করা। অনুষ্ঠান শেষে বক্তারা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, ইতিবাচক মনোভাব ও পেশাগত নৈতিকতা ধারণের আহ্বান জানান।


Bandarban University