News
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সৌজন্য সাক্ষাৎ।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সৌজন্য সাক্ষাৎ।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান ও বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের কো-চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।
আজ অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত সদস্য এডভোকেট মোহাম্মদ আবুল কালাম এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো: জাহিদুল ইসলাম।
সাক্ষাৎকালে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক থানজামা লুসাইকে ফুলের তোড়া প্রদান করে শুভেচ্ছা ও শুভকামনা জানান। পরে চেয়ারম্যান মহোদয়ও ভাইস চ্যান্সেলরকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন এবং এবং সৌজন্য সাক্ষাতে আগত অতিথিদের আন্তরিক আপ্যায়ন করেন।
আলোচনা সভায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম, শিক্ষা-গবেষণার অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষার মানোন্নয়নে উভয়ের সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় করা হয়।
সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাৎ বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদের পারস্পরিক সহযোগিতা আরও বর্ধিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


Bandarban University