বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের ছাত্র প্রতিনিধিদের সাথে মাননীয় ভাইস-চ্যান্সেলরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের ছাত্র প্রতিনিধিদের সাথে মাননীয় ভাইস-চ্যান্সেলরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্ট ( সিএসই, বিবিএ, এমবিএ, এইচটিএম, ইংরেজি, জিডিএস) ছাত্র প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্ল্যাহ ছিদ্দিকী।



সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব মোঃ খোরশেদ আলী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মুহাম্মদ ওয়াহিদুর রহমান, সিএসই ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ আমীর সাদাত, বিবিএ ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর জনাব চিংচি প্রু সুকি, জিডিএস ডিপার্টমেন্টের কো- অর্ডিনেটর জনাব কামরুন নাহার রিপা, ইংরেজি ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর জনাব সোহরাব হোসেন, এমবিএ ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর জনাব উদ্বব কুন্ডু এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকবৃন্দ।



মতবিনিময় সভায় ছাত্র প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, অবকাঠামো, প্রশাসনিক সেবা, পরিবহন, ক্লাসরুম সুবিধা, লাইব্রেরি, পরীক্ষাসংক্রান্ত বিষয়সহ বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক প্রস্তাব মাননীয় ভাইস-চ্যান্সেলরের সামনে তুলে ধরেন।



মাননীয় ভাইস-চ্যান্সেলর ছাত্রদের মতামত মনোযোগসহকারে শুনে দ্রুততম সময়ের মধ্যে উত্থাপিত সমস্যাগুলোর সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দ্রুত স্থানান্তর এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।



সভায় শিক্ষা–শিক্ষার্থী কল্যাণ, প্রশাসনিক সেবা সহজীকরণ, কো-কারিকুলার কার্যক্রম বৃদ্ধি, নিরাপদ ক্যাম্পাস পরিবেশ এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের প্রসারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। ভাইস-চ্যান্সেলর এসব বিষয় বাস্তবায়নে প্রত্যয় ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

Recent News