বান্দরবান বোমাং রাজার সাথে বান্দরবান বিশ্ববিদ্যালয় ভিসির সৌজন্য সাক্ষাৎ

বান্দরবান বোমাং রাজার সাথে বান্দরবান বিশ্ববিদ্যালয় ভিসির সৌজন্য সাক্ষাৎ

বান্দরবানের পার্বত্য জেলার ১৭তম বোমাং রাজা (সার্কেল চীফ) উ চ প্রু চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড: মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।

এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন—ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ জাহিদুল ইসলাম, বিবিএ ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর ও ভারপ্রাপ্ত ফিন্যান্স ডিরেক্টর জনাব চিংচি প্রু সুকি, জনসংযোগ ও ছাত্রকল্যাণ কর্মকর্তা জনাব নোবেল বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা জনাব কিউমং।

সাক্ষাৎকালে মাননীয় ভাইস চ্যান্সেলর বোমাং রাজাকে ফুলের তোড়া, বিশ্ববিদ্যালয়ের উত্তরীয় ও স্মারক উপহার প্রদান করেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সম্ভাবনাময় উন্নয়নচিত্র নিয়ে সম্মানিত রাজার সাথে মতবিনিময় করেন।

বোমাং রাজা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় যে কোনো সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং পাহাড়ি জনগোষ্ঠীর উচ্চশিক্ষা উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করেন।

Recent News