News
গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (GDS) ডে–২০২৫ উদযাপন
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (GDS) বিভাগের উদ্যোগে ‘গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ডে–২০২৫’ উপলক্ষে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২২ নভেম্বর ২০২৫, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিভাগীয় প্রভাষক ও কো-অর্ডিনেটর জনাব কামরুন নাহার রিপা অতিথি ও শিক্ষার্থীদের আন্তরিক স্বাগত জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্ল্যাহ ছিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ট্রাস্টের সেক্রেটারি ড.মোহাম্মদ নুরুল আবছার, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ট্রাস্টের সদস্য ডা. অং চালু ও ট্রাস্টের সদস্য জনাব এম. আবদুর রহিম।এ ছাড়া উপস্থিত ছিলেন—ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. জাহিদুল ইসলাম,ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব মো. খোরশেদ আলী, বিভাগীয় শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মুহাম্মদ ওয়াহিদুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্ল্যাহ ছিদ্দিকী তাঁর বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন—“উচ্চশিক্ষা কেবল ডিগ্রি অর্জনের বিষয় নয়; এটি মানবিকতা, নৈতিকতা এবং দায়িত্ববোধ অর্জনের একটি সমৃদ্ধ যাত্রা। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দিন আপনাদের জ্ঞান, গবেষণা ও চরিত্র গঠনের পথে এগিয়ে নেবে। শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন—“জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সততা, শ্রদ্ধা, নৈতিক মূল্যবোধ ও পেশাগত দায়িত্বশীলতা যেন আপনাদের পথচলার মূল ভিত্তি হয়। দেশের উন্নয়ন ও সেবায় নিজেদের দক্ষতা কাজে লাগাতে হবে।”
বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সেক্রেটারি ড. মোহাম্মদ নুরুল আবছার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন“গভর্নেন্স ও ডেভেলপমেন্ট সমসাময়িক বিশ্বে অগ্রগতির কেন্দ্রে অবস্থান করে। তোমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা আগামী দিনে জাতীয় উন্নয়ন কর্মকাণ্ড ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শৃঙ্খলা, অধ্যবসায়, মানবিকতা ও সততাকে সঙ্গী করে এগিয়ে যেতে হবে।”
তিনি নবাগতদের স্বপ্ন বড় করে দেখার অনুপ্রেরণা দেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের পরামর্শ দেন। বিদায়ী শিক্ষার্থীদের তিনি বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখে আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষ হলে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের স্মরণীয় বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিকেলে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দিনের কার্যক্রমের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস, অনুপ্রেরণা ও নতুন উদ্দীপনা সঞ্চার করে।


Bandarban University