News
ডক্টর মোহাম্মদ মুহিবুউল্যাহ ছিদ্দিকী এর বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান
প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক ও ইতিহাসবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুহিবুউল্যাহ ছিদ্দিকী এর বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান।
আজ ০৯ নভেম্বর ২০২৫ তারিখে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবল্ল্যাহ ছিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট সেক্রেটারি ড. মোহাম্মদ নুরুল আবছার, ট্রাস্ট সদস্য অধ্যাপক সরোয়ার জাহান, ট্রাস্ট সদস্য এডভোকেট মুহাম্মদ আবুল কালাম, ট্রাস্ট সদস্য জনাব মোহাম্মদ ইসলাম, ট্রাস্ট সদস্য জনাব এম. আব্দুর রহিম এবং ট্রাস্ট সদস্য এডভোকেট মোহাম্মদ আবু জাফর।
ট্রাস্টি সদস্যবৃন্দ ফুল দিয়ে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবল্ল্যাহ ছিদ্দিকী -কে বরণ করে নেন।
বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আমরা বিশ্বাস করি, তাঁর স্বপ্নদর্শী নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।


Bandarban University